ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে অস্বাস্থ্যকর খাবার বিক্রি করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৭, ১০ এপ্রিল ২০২৩

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, খাবারে রং ব্যবহার ও পোকাধরা বেগুন দিয়ে বেগুনি তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার সকালে নগরীর চকবাজারের অভিযানে কাচ্চি ডাইনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও সাময়িকভাবে তালাবদ্ধ এবং জামান হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রান্না ও খাবার পরিবেশনেও সতর্ক করা হয়। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি